ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

উজিরপুরে আগুনে ৫ দোকান পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
উজিরপুরে আগুনে ৫ দোকান পুড়ে ছাই

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে।

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে।

রোববার (২০ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে উজিরপুর ও গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় মামুন সরদার ও আলী জাহান শরীফের লাইব্রেরি, মামুন হাওলাদারের ফার্মেসি, সুমন হাওলাদারের ইলেকট্রিক পণ্যের দোকান ও সিরাজুল ইসলামের রেস্টুরেন্ট পুড়ে গেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এমএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।