ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে আইন সহায়তা বিষয়ক সভা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
ধুনটে আইন সহায়তা বিষয়ক সভা ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার ধুনট উপজেলায় দ্বি-মাসিক আইনগত সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় দ্বি-মাসিক আইনগত সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় লাইট হাউস ইজলাস প্রকল্পের আওতায় ধুনট উপজেলা পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ ইব্রাহীম।

ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর জাহান, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম সোবহান, মুক্তিযোদ্ধা কমান্ডার জালাল উদ্দিন, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লাল মিয়া, গোলাম হোসেন সরকার, মঈনুল হাসান মুকুল, আজহার আলী, এমএ তারেক হেলাল, বেলাল হোসেন শ্যামল, নাজমুল কাদির শিপন, পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান, রনজু মল্লিক, শিক্ষক প্রতিনিধি শিউলি খাতুন, লাইট হাউসের ধুনট উপজেলা কো-অর্ডিনেটর সানজিদা নাসরিন ও প্যারালিগ্যাল ওমর ফারুক প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬  
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।