ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকাবাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স ১৮ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
ভালুকাবাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স ১৮ ডিসেম্বর

ময়মনসিংহের ভালুকাবাসীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন ভালুকা ডিগ্রি কলেজ মাঠে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকাবাসীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন ভালুকা ডিগ্রি কলেজ মাঠে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদার বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, ভালুকার সার্বিক উন্নয়ন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করবেন।

কামরুল আহসান বলেন, পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পাঁচটি জায়গা নির্বাচন এবং ভিডিও কনফারেন্সের বিষয়টি ব্যাপক প্রচারসহ প্রত্যেকটি স্পটে বিপুল জনসমাগমের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারদের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এমএএএম/এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।