ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা থেকে দিল্লি-ব্যাঙ্গালুরু-গৌহাটি ফ্লাইট চালুর গুরুত্বারোপ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
ঢাকা থেকে দিল্লি-ব্যাঙ্গালুরু-গৌহাটি ফ্লাইট চালুর গুরুত্বারোপ ছবি: সংগৃহীত

ঢাকা থেকে দিল্লি-ব্যাঙ্গালুরু-গৌহাটি রুটে দ্রুত ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ করেছেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

ঢাকা: ঢাকা থেকে দিল্লি-ব্যাঙ্গালুরু-গৌহাটি রুটে দ্রুত ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ করেছেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

সোমবার (২১ নভেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে দু’জনের বৈঠকে এ গুরুত্বারোপ করেন তারা।

 

বৈঠকে আলোচনা হয়, শিক্ষা, চিকিৎসা, বাণিজ্য বিনিয়োগ ও পর্যটনে প্রতিবছর ১০ লাখের বেশি মানুষ দুই প্রতিবেশী দেশে যাতায়াত করে থাকেন। এ যাতায়াত আরও সহজ, স্বচ্ছন্দ এবং সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে আকাশপথের যোগাযোগ আরও ব্যাপকভাবে সম্প্রসারিত হওয়া উচিত।  

এসময় মেনন ও শ্রিংলা দু’জনেই ঢাকা থেকে দিল্লি, ব্যাঙ্গালুরু ও গৌহাটি রুটে দ্রুত ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ করেন।

হাইকমিশনার শ্রিংলা বলেন, লন্ডনগামী শিলংয়ের যাত্রীরা সিলেট বিমানবন্দর ব্যবহারের সুযোগ পেলে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। এছাড়াও সিলেট থেকে সরাসরি পর্যটন নগরী কক্সবাজারেও যেতে পারবেন।  

জবাবে মন্ত্রী রাশেদ খান মেনন এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।  

বৈঠকে অভিমত দেওয়া হয়, একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সমাজের বিনির্মাণ ও বিকাশ দু’দেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, নিরাপত্তা, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ।  

উন্নয়নকে ত্বরান্বিত করতে আঞ্চলিক জোট গঠনেও গুরুত্বারোপ করা হয় বৈঠকে।

বৈঠকে মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, ও মন্ত্রীর একান্ত সচিব এটিএম নাসির মিয়া উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।