ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়ীতে অস্ত্রসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
সোনাইমুড়ীতে অস্ত্রসহ আটক ৩

নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় অভিযান চালিয়ে এলজি, ছোট-বড় পাঁচটি ছুরি এবং একটি চাইনিজ কুড়ালসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১১ এর একটি দল।

নোয়াখালী: নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় অভিযান চালিয়ে এলজি, ছোট-বড় পাঁচটি ছুরি এবং একটি চাইনিজ কুড়ালসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১১ এর একটি দল।

সোমবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের নাওড়ী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন- নাওড়ী গ্রামের খোন্দকার বাড়ির মৃত বদিউল আলমের ছেলে বেলাল (৩৩), চৌকিদার বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে জামাল হোসেন হারুন (২০) ও আবু তাহেরের ছেলে ইমরান হোসেন রনি (২১)।  

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম জানান, ওই তিনজন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।