ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে গণ হিস্টেরিয়ায় ২০ ছাত্রী হাসপাতালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
ঝালকাঠিতে গণ হিস্টেরিয়ায় ২০ ছাত্রী হাসপাতালে

ঝালকাঠিতে গণ হিস্টেরিয়ায় ‍আক্রান্ত হয়ে ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ২০ ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে।

ঝালকাঠি: ঝালকাঠিতে গণ হিস্টেরিয়ায় ‍আক্রান্ত হয়ে ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ২০ ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্কুলে অসুস্থ হয়ে পড়লে তাদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্কুলের শিক্ষক জেসমিন বেগম বাংলানিউজকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে ষষ্ঠ শেণির ছাত্রী খাদিজা আক্তার বমি অনুভব করে মাথা ঘুরিয়ে অসুস্থ হয়ে পড়ে। কিছু সময়ের মধ্যে স্কুলের আরো ১৯ ছাত্রী একে একে অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় স্কুল কর্তৃপক্ষ তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

অসুস্থরা হলো, ষষ্ঠ শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার, সুমি আক্তার, সখি আক্তার, খাদিজা আক্তার, শারমিন আক্তার, লিসা আক্তার, সুমাইয়া আক্তার, ইনতান আক্তার, সাবিনা আক্তার, সপ্তম শ্রেণির ছাত্রী মুনা আক্তার, লিমা আক্তার, নবম শ্রেণির ছাত্রী সুমি আক্তার, তন্নি আক্তার, ফরিদা আক্তার, মহুয়া আক্তার, শামীমা আক্তার, ইতি, শামীমা ও সুলতানা আক্তার।

ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসক মো. মেহেদী হাসান বাংলানিউজকে জানান, ছাত্রীরা পরের দিকে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এমএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।