ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মংলা বন্দরের নতুন চেয়ারম্যান ফারুক হাসান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
মংলা বন্দরের নতুন চেয়ারম্যান ফারুক হাসান

মংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাচ্ছেন নৌবাহিনীর কর্মকর্তা কমডোর একেএম ফারুক হাসান।

ঢাকা: মংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাচ্ছেন নৌবাহিনীর কর্মকর্তা কমডোর একেএম ফারুক হাসান।

ফারুক হাসানকে প্রেষণে চেয়ারম্যান পদে নিয়োগ দিতে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে সোমবার (২১ নভেম্বর) এক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অপরদিকে, মংলা বন্দরের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল রিয়াজউদ্দীন আহমেদকে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়ার জন্য তার চাকরি স্বশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এমআইএইচ/জিপি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।