ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

ট্রাফিক সচেতনতায় আরএমপির লিফলেট বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
ট্রাফিক সচেতনতায় আরএমপির লিফলেট বিতরণ

ট্রাফিক আইন সম্পর্কে চালকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে লিফলেট বিতরণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

রাজশাহী: ট্রাফিক আইন সম্পর্কে চালকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে লিফলেট বিতরণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

 

সোমবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ‘ট্রাফিক আইন জানুন, ট্রাফিক আইন মেনে চলুন’- শ্লোগানকে সামনে রেখে রাজশাহীতে এ কর্মসূচি পালন করা হয়।

মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় আরএমপির কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এ লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মসূচির উদ্বোধনের সময় পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ড্রাইভিং লাইসেন্স ছাড়া আর কাউকে পরিবহন চালাতে দেওয়া হবে না। এজন্য সবাইকে ড্রইভিং লাইসেন্স করতে হবে। এখন থেকে সবাইকে ট্রাফিক আইন মেনে চলাচল করতে হবে। তাহলেই দুর্ঘটনা কমানো সম্ভব। বিষয়টি কার্যকর করতে মাহনগরীজুড়ে নজরদারি বাড়াতে শিগগিরই পুলিশ কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানান কমিশনার।

এ সময় যানবহনের হেড লাইটের ওপরের অংশ কালো ও ট্রফিক আইন বিষয়ে সচেতনতা বাড়াতে সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় সবার মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতারণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, আরএমপির উপ-কমিশনার (পশ্চিম) একেএম নাহিদুল ইসলাম, উপ-কমিশনার (ট্রাফিক) তোফায়েল আহমেদ, আরএমপির মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম, বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খানসহ আর অনেকে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এসএস/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।