ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গল্ফ ও আবির মেডিকেল সেন্টারকে ১৮ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
গল্ফ ও আবির মেডিকেল সেন্টারকে ১৮ লাখ টাকা জরিমানা

রাজধানীর বনানী মসজিদের পাশের গল্ফ ও আবির মেডিকেল সেন্টারকে ১৮ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১) ভ্রাম্যমাণ আদালত।    

ঢাকা: রাজধানীর বনানী মসজিদের পাশের গল্ফ ও আবির মেডিকেল সেন্টারকে ১৮ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১) ভ্রাম্যমাণ আদালত।     

সোমবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া অভিযান চলে দুপুর তিনটা পর্যন্ত।

অভিযান পরিচালনা করেন র‌্যাবের সিনিয়র ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।

তিনি বলেন, অভিযানে গল্ফ মেডিকেল সেন্টারকে ১২ লাখ টাকা ও আল আবির মেডিকেল সেন্টারকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, ভেজাল কেমিক্যাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, পরীক্ষা-নীরিক্ষার জন্য নষ্ট মেশিনারিজ ও পরীক্ষা ছাড়া রিপোর্ট দেওয়ার অভিযোগে দুই প্রতিষ্ঠাকে এ জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
আরএটি/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।