ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধা ঘুরে গেলেন মোটরসাইকেলে দেশ ভ্রমণরত দম্পতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
গাইবান্ধা ঘুরে গেলেন মোটরসাইকেলে দেশ ভ্রমণরত দম্পতি ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মোটরসাইকেলে করে গোটা দেশ ভ্রমণে বের হওয়া পর্যটক দম্পতি আলমগীর আহমেদ চৌধুরী ও তার স্ত্রী দিপালী আহমেদ গাইবান্ধা ঘুরে গেছেন।

গাইবান্ধা: মোটরসাইকেলে করে গোটা দেশ ভ্রমণে বের হওয়া পর্যটক দম্পতি আলমগীর আহমেদ চৌধুরী ও তার স্ত্রী দিপালী আহমেদ গাইবান্ধা ঘুরে গেছেন।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে ভ্রমণপথের ১৯তম জেলা গাইবান্ধায় পৌঁছান তারা।

পরে গাইবান্ধা প্রেসক্লাবে সাংবাদিকের সঙ্গে এবং সরকারি মহিলা কলেজ ও সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

এরপর তারা গাইবান্ধার জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষা‍ৎ শেষে রংপুরের উদ্দেশে গাইবান্ধা ত্যাগ করেন।

প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তারা জানান, প্রতিটি জেলার আকর্ষণীয় স্থানগুলো পরিদর্শন করছেন। এছাড়া জেলার কুটির শিল্প, ঐতিহ্যবাহী খাবার ও সব পর্যটন পণ্যের পরিচিতি ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও  সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক ও ইউটিউব) দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গত ৩০ অক্টোবর ঢাকা থেকে মুন্সীগঞ্জ হয়ে দেশ ভ্রমণে বের হন এ পর্যটক দম্পতি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।