ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিশালে দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
ত্রিশালে দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কেক কেটে ও আলোচনা সভার মধ্যে দিয়ে ময়মনসিংহের ত্রিশালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১২তম প্রতিষ্ঠবার্ষিকী উদযাপিত হয়েছে।

ময়মনসিংহ: কেক কেটে ও আলোচনা সভার মধ্যে দিয়ে ময়মনসিংহের ত্রিশালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১২তম প্রতিষ্ঠবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) সকাল ১১টায় ত্রিশালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রিপন।

ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে ‍উপস্থিত ছিলেন- ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মুহাম্মদ আলমগীর কবীর, সাংবাদিক খোরশিদুল আলম মজিব, ত্রিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম জোবায়ের হোসাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এমএএএম/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।