ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় এক প্রতিষ্ঠানকে ৫০ ‍হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
নওগাঁয় এক প্রতিষ্ঠানকে ৫০ ‍হাজার টাকা জরিমানা

নওগাঁয় অনুমোদনহীন ফুড সাপ্লিমেন্ট বিক্রির দায়ে তিয়ানশি নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নওগাঁয়: নওগাঁয় অনুমোদনহীন ফুড সাপ্লিমেন্ট বিক্রির দায়ে তিয়ানশি নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আলী এ জরিমানা করেন।

সূত্র জানায়, গত কয়েকমাস ধরে তিয়ানশি কোম্পানি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি বিল্ডিং ভাড়া নিয়ে অনুমোদনহীন ফুড সাপ্লিমেন্ট বিক্রি করছিল। সাধারণ মানুষের কাছে চড়‍া দামে এসব পণ্য বিক্রি করা হতো। অভিযোগের ভিত্তিতে দুপুরে ওই ভবনে অভিযান চালানো হয়।

এ সময় সেখানে মজুদ রাখা প্রায় দেড় লাখ টাকা মূল্যের ফুড সাপ্লিমেন্ট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।