ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় বেকারি মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
পাবনায় বেকারি মালিককে জরিমানা

পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকায় অভিযান চালিয়ে তুষার ফুড প্রোডাক্টসের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পাবনা: পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকায় অভিযান চালিয়ে তুষার ফুড প্রোডাক্টসের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে বিস্কুট, ব্রেড, কেক ও চানাচুর উৎপাদনের জন্য এ জরিমানা করা হয়।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হামিদুর রহমান এ জরিমানা করেন।

বিএসটিআই রাজশাহী অঞ্চলের পরিদর্শক আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, তুষার ফুড প্রোডাক্টসের মালিক রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই বেকারিতে অভিযান চালিনো হয়। এ সময় মালিক রবিউল ইসলাম বিএসটিআইয়ের অনুমোদন দেখাতে ব্যর্থ হন। পরে তাকে এক লাখ টাকা জরিমানা ও কারখানায় মজুদ রাখা মালামাল ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এজি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।