ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাঞ্ছারামপুরে পিকআপ চাপায় ২ পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
বাঞ্ছারামপুরে পিকআপ চাপায় ২ পথচারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের ছয়আনি গ্রামে পিকআপভ্যানের  চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের ছয়আনি গ্রামে পিকআপভ্যানের  চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।

সোমবার (২১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার করিকান্দি-বাঞ্ছারামপুর সড়কের বেইলি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এরশাদ মিয়া (২৭) ও সাকিল মিয়া (১৮)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বাংলানিউজকে জানান, রাতে ঢাকা থেকে একটি পিকআপ পণ্য নিয়ে বাঞ্ছারামপুর বাজারে যাচ্ছিল।

পথে পিকআপটি বেইলি সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে রাস্তার পাশে থাকা দুই পথচারী পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।