ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ২ অটো রাইস মিলকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
হবিগঞ্জে ২ অটো রাইস মিলকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ পৌর শহরের উমেদনগরে দুইটি অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

হবিগঞ্জ: হবিগঞ্জ পৌর শহরের উমেদনগরে দুইটি অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সরকারি নির্দেশনার পরেও রাইস মিলগুলো শতভাগ পাটজাত মোড়ক ব্যবহার না করায় এ জরিমানা করা হয়।

সোমবার (১৯ নভেম্বর) বিকেলে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় মেসার্স এ আলি অটো রাইস মিলকে আট হাজার টাকা ও মেসার্স জহুরা আজিজ অটো রাইস মিলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এজি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।