ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে নির্মাণাধীন ফটক ভেঙে ১০ শ্রমিক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
হবিগঞ্জে নির্মাণাধীন ফটক ভেঙে ১০ শ্রমিক আহত

হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থানার অলিপুরে স্কয়ার কোম্পানির নির্মাণাধীন একটি ফটক ভেঙে ১০ শ্রমিক আহত হয়েছেন। সোমবার (১৯ নভেম্বর)...

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থানার অলিপুরে স্কয়ার কোম্পানির নির্মাণাধীন একটি ফটক ভেঙে ১০ শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, রাতে শ্রমিকরা নির্মাণাধীন ভবনের একটি ফটকে ঢালাইয়ের কাজ করছিলেন। হঠাৎ ভবনের ফটক ভেঙে শ্রমিকদের উপর পড়ে। এতে ১০ শ্রমিক গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এজি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।