ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ফেনসিডিলসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
আদিতমারীতে ফেনসিডিলসহ বিক্রেতা আটক

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফেনসিডিলসহ আব্দুল খালেক (৫০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফেনসিডিলসহ আব্দুল খালেক (৫০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ নভেম্বর) রাতে উপজেলার বড় কমলাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল খালেক ওই গ্রামের বাসিন্দা।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাস্তার ধারে ফসলের খেতে বসে থাকা অবস্থায় খালেককে আটক করা হয়।

পরে তার সঙ্গে থাকা ব্যাগটি জব্দ করে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। ধানখেতে বসে মাদক বিক্রি করছিলেন আব্দুল খালেক।

এ ঘটনায় আদিতমারী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।