ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় আহত ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় আহত ৪

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় তেলবাহী লরি ও ট্রাকের চালক-হেলপারসহ চারজন আহত হয়েছেন।

নাটোর: নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় তেলবাহী লরি ও ট্রাকের চালক-হেলপারসহ চারজন আহত হয়েছেন।

সোমবার (২১ নভেম্বর) দিনগত রাতে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বাংলানিউজকে জানান, বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় একটি তেলবাহী লরি দাঁড়ানো ছিলো।

রাত আনুমানিক সাড়ে ৯টার সময় ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে লরিটিকে ধাক্কা দেয়। এতে  চাপা পড়ে ট্রাক ও লরির চালক এবং হেলপারসহ চারজন গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও নাটোর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৫০৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।