ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
বড়াইগ্রামে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

নাটোরের বড়াইগ্রামে এক নারীসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ নভেম্বর) দিনগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নাটোর: নাটোরের বড়াইগ্রামে এক নারীসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ নভেম্বর) দিনগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক নারী-পুরুষরা হলেন, উপজেলার মানিকপুর গ্রামের রুস্তম আলী (৪০), জলন্দা গ্রামের মশিউর রহমান মুসা (৪৫), কুসমাইল গ্রামের উকিল (২৯) ও সাংগ্রামের অঞ্জনা বেগম (২৫)।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।