ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে চাপাতি-ছুরিসহ আনসারুল্লাহর ২ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
না’গঞ্জে চাপাতি-ছুরিসহ আনসারুল্লাহর ২ জন আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চাপাতি-ছুরিসহ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চাপাতি-ছুরিসহ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

সিদ্ধিরগঞ্জের চিটাগং রোড থেকে আব্বাস আলী ও সাব্বির হোসেন নামে এ দু’জনকে আটক করা হয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে র‌্যাবের পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় বিষয়টি সংবাদমাধ্যমকে জানানো হয়।

বার্তায় বলা হয়, আটক দু’জনের কাছ থেকে কিছু উগ্রবাদী বই, লিফলেট, চাপাতি ও ছুরি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
পিএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।