ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে ৬ মামলার আসামি কারাগারে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
ধুনটে ৬ মামলার আসামি কারাগারে

বগুড়ার ধুনট উপজেলায় ইউসুফ আলী (৩০) নামে ছয় মামলার এক আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় ইউসুফ আলী (৩০) নামে ছয় মামলার এক আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়।

ইউসুফ আলী উপজেলার মাঠপাড়া গ্রামের সবুর সরকারের ছেলে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ইউসুফ আলী মাঠপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় পৃথক ৬টি মামলা দায়ের হয়। এ সব মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল।

সম্প্রতি বগুড়া কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়িতে এসে আবারো মাদকদ্রব্য বিক্রি শুরু করেন তিনি। এ অবস্থায় পুলিশ ক্রেতা সেজে কৌশলে মাঠপাড়ায় গিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।