ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে জেএমবি’র তিন সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
যাত্রাবাড়ীতে জেএমবি’র তিন সদস্য গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র (পুরাতন) তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র (পুরাতন) তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতারকৃতরা হলেন- রাশেদুর রহমান ওরফে সুমন (২৪), শাহিদুল ইসলাম ওরফে শিপন (২৩) ও বাবু হাওলাদার ওরফে হোসেন (২৮)।

 

এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি বিস্ফোরক দ্রব্যসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এ এস এম হাফিজুর রহমান বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।  

তিনি বলেন, সোমবার (২১ নভেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা পুরাতন জেএমবি সংগঠনের সক্রিয় সদস্য উল্লেখ করে তিনি বলেন, এ সময় তাদের কাছে থাকা প্রায় ১০ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীসহ আশপাশের এলাকায় তারা বিভিন্ন বাসায় ডাকাতি করে থাকে। ডাকাতির কাজে বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করার লক্ষ্যে ওই বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করেছিল।  

ডাকাতি থেকে সংগৃহীত অর্থ ও মূল্যবান দ্রব্যের একটা অংশ তারা সংগঠনের কাজে ব্যয় করে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এসজেএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।