ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ৬ জনের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
টাঙ্গাইলে ৬ জনের জেল-জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি এলাকায় সরকারি জমি থেকে মাটি কেটে বিক্রির দায়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি এলাকায় সরকারি জমি থেকে মাটি কেটে বিক্রির দায়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারাবাড়ি এলাকার সমসের আলীর ছেলে আ. মজিদ মিয়া ও একই এলাকার আ. মজিদের ছেলে শিবলুকে তিন লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড, কেয়ামত আলীর ছেলে আজাহার আলী ও মো. আব্দুল কাদেরের ছেলে শামীম মিয়াকে এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড এবং রওশন আলীর ছেলে হযরত আলী ও নুরুজ্জামানের ছেলে আ. মতিনকে তিন মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
আরবি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।