ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা হত্যা মামলার ৪ আসামি কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা হত্যা মামলার ৪ আসামি কারাগারে

ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম খান হত্যা মামলার চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ঝালকাঠি: ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম খান হত্যা মামলার চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 


মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে আসামিরা ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক রুবাইয়া আমিন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এছাড়া এ মামলায় সন্দেহভাজন হিসেবে ১৮ নভেম্বর রাতে গ্রেফতারকৃত দুইজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. হুমায়ুন কবির বিষয়টি বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- ঝালকাঠির রাজাপুর উপজেলার সদরের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু, ছয় নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলম হাওলাদার, হুমায়ুন কবির ও মান্নান ফরাজী।

১৪ নভেম্বর বিকেলে রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের আমতলা ঈদগাঁ মাঠ সংলগ্ন এলাকায় মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম খানকে পিটিয়ে আহত করা হয়। এ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে তার মৃত্যু হয়। একটি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস ছালামের বাড়ি ভান্ডারিয়ার শিয়ালকাঠি এলাকায়।

নিহত ব্যক্তির ছেলে মুরাদ খান বাদী হয়ে ১৫ নভেম্বর আটজনকে আসামি করে মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এমএস/এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।