ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৩৯

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৩৯

সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায়  ৩৯ জন আহত হয়েছেন।

আশুলিয়া, সাভার: সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায়  ৩৯ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে  চারটার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় কালার ম্যাচ বিডি লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্ধ্যা ৬টা পর্যন্ত ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুলসহ মোট ৭ জন আহত ও ৩২ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাকীদের এনাম মেডিকেলসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিইপিজেডের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬/আপডেট:১৭২৭/আপডেট:১৮০১

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।