ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়রশিয়া এলাকা থেকে মো. আলম আলী (২৬) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়রশিয়া এলাকা থেকে মো. আলম আলী (২৬) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

 

মঙ্গলবার (২২ নভেম্বর) ভোরে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২ ও নাটোর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করেন।

 

আটক অস্ত্র ব্যবসায়ী একই এলাকার মো. মংলা হোসেনের ছেলে।

বিকেল ৪টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আলমের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম অস্ত্র ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
বিএসকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।