ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ৫৫ লাখ টাকার পণ্য জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
কুমিল্লায় ৫৫ লাখ টাকার পণ্য জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লায় মাদকসহ ৫৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-১০) সদস্যরা।

কুমিল্লা: কুমিল্লায় মাদকসহ ৫৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-১০) সদস্যরা।

 

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান বিজিবি এমএস এর নির্দেশনায় চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৬৪৫টি শাড়ি ও ৩৬ কেজি চা-পাতা জব্দ করা হয়।

এছাড়াও পৃথক অভিযানে ৩৪ বোতল ভারতীয় হুইস্কি, ১৪ বোতল বিয়ার, ৩৬ হাজার ১৪০ পিস অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ১৫০ কেজি পোস্তদানা, ২৪ প্যাকেট চকলেট, ২শ’ প্যাকেট বিস্কুট, ৯৬ বোতল আমুল কুল, ৩৮ লিটার মবিল, ১ হাজার ৯৫৯টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। এ সময় এসব কাজে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়।

আটক মাদকদ্রব্য ও অন্যান্য পণ্যের আনুমানিক মূল্য ৫৫ হাজার ৩৭ হাজার ৪৬০ টাকা। আটক মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ও অন্যান্য পণ্য কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।    

১০ বিজিবি’র পরিচালক মো. মেহেদী হাসান অভিযানের বিষয়টি বাংলানিউজে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।