ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে

উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ৮ থেকে ১০ বছর আগেও বিদেশ থেকে ৩০ লাখ টন খাদ্য আমদানি করতে হতো।

ঢাকা: উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ৮ থেকে ১০ বছর আগেও বিদেশ থেকে ৩০ লাখ টন খাদ্য আমদানি করতে হতো। কিন্তু বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

মঙ্গলবার (২২) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মিজবুর রহমানের ভাস্কর্য উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কৃষকদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে আমরা শ্রীলঙ্কায় খাদ্য রফতানি করেছি। এছাড়া নেপালকে খাদ্য সহয়তা দিয়েছি।

তিনি আরও বলেন, অমরা মিঠা পানির মাছ উৎপাদেন অনেক এগিয়েছি এবং সবজি চাষে তৃতীয় স্থান অধিকার করেছি। কৃষিতে বিপ্লব ঘটাতে হবে। কৃষি ছাড়া উন্নয়ন সম্ভব নয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাহউদ্দিন নাসিমসহ আরো অনেকে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
আরএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।