ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিরলে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
বিরলে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

দিনাজপুরের বিরল উপজেলায় ইকবাল হোসেন (২৫) নামে মাদকাসক্ত এক ছেলেকে পুলিশে দিয়েছেন তার মা।

দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলায় ইকবাল হোসেন (২৫) নামে মাদকাসক্ত এক ছেলেকে পুলিশে দিয়েছেন তার মা।

পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করলে বিচারক তাকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল হোসেন এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত ইকবাল উপজেলার পৌর শহরের শংকরপুর গ্রামের মোকারম হোসেনের ছেলে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, প্রায়ই নেশার টাকার জন্য তার মাকে অত্যাচার করতেন ইকবাল। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিকেলে তিনি বিষয়টি পুলিশে জানান।

পরে পুলিশ ইকবালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক এ দণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
আরবি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।