ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে স্কুলছাত্র লিয়ন হত্যার ঘটনায় সহপাঠী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
ময়মনসিংহে স্কুলছাত্র লিয়ন হত্যার ঘটনায় সহপাঠী আটক

ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে স্কুলছাত্র রাশেদুজ্জামান লিয়নের (১৬) খুনের ঘটনায় জড়িত অভিযোগে সহপাঠী সাকিবুল হাসান সাকিবকে (১৭) আটক করেছে পুলিশ।

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে স্কুলছাত্র রাশেদুজ্জামান লিয়নের (১৬) খুনের ঘটনায় জড়িত অভিযোগে সহপাঠী সাকিবুল হাসান সাকিবকে (১৭) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার ত্রিশাল ঝিলকী গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।

এ সময় তার রক্তমাখা জামাও উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য বাংলানিউজকে জানিয়েছেন।

ওসি বাংলানিউজকে বলেন, নাঈম ও সাকিব মিলে ছুরি দিয়ে লিয়নকে হত্যা করে। কিলিং মিশনের পর পরই নাঈম পালিয়ে যায়। তাকে আটক করতেও পুলিশের অভিযান অব্যাহত রেখেছে।

প্রেম নিয়ে ঝগড়ার জের ধরে সকাল সাড়ে ৯টায় সহপাঠীর ছুরিকাঘাতে আহত হন স্থানীয় কেওয়াটখালী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী লিয়ন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এমএএএম/জিপি/এসএইচ

**
ময়মনসিংহে সহপাঠীর ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।