ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে ব্লাস্ট রোগ প্রতিরোধে কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
জামালপুরে ব্লাস্ট রোগ প্রতিরোধে কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুরে আলোচিত ব্লাস্ট রোগ প্রতিরোধ করে গমের উৎপাদন বৃদ্ধিতে দিনব্যাপী কৃষি বিজ্ঞানীদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর: জামালপুরে আলোচিত ব্লাস্ট রোগ প্রতিরোধ করে গমের উৎপাদন বৃদ্ধিতে দিনব্যাপী কৃষি বিজ্ঞানীদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জামালপুর গম গবেষণা কেন্দ্র ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর বীরেশ কুমার গোস্বামী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উদ্ভিদ রোগতত্ত্ববীদ কৃষি বিজ্ঞানী ডক্টর মো. বাহাদুর মিয়া উপস্থিত ছিলেন।

দিনাজপুর গম গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর নরেশ চন্দ্র দেব বর্মার সভাপতিত্বে কর্মশালায় জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর নারায়ণ চন্দ্র বসাক ও দিনাজপুর গম গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর পরিতোষ কুমার মালাকার বক্তব্য রাখেন।

কর্মশালায় জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ জেলার বিএডিসি ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও ৭০ জন গম চাষি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।