ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় দগ্ধ ২০ জন ঢামেকের বার্ন ইউনিটে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
আশুলিয়ায় দগ্ধ ২০ জন ঢামেকের বার্ন ইউনিটে ছবি: দেলোয়ার হোসেন বাদল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভারের আশুলিয়া গ্যাস ল‍াইটার কারখানার আগুনে দগ্ধ শ্রমিকদের মধ্যে ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢাকা: সাভারের আশুলিয়া গ্যাস ল‍াইটার কারখানার আগুনে দগ্ধ শ্রমিকদের মধ্যে ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় তাদের ঢামেকে আনা হয়।

এরা হলেন, জলি (৩০), মুক্তি আক্তার (১৮), হালিমা (২৫), ফাতেমা (১৫), নাজমা (১৭), রিনা (২০), মেহেরা (৩০), খাদিজা (১৪), অাঁখি (১৪), সোনিয়া (১৬), শিমু (২৫), হাফিজা (১৬), মাহমুদা (২৬), লাভলী (১৫), সখিনা (২৬), শরীফা (২২), সোনিয়া (১৬), ফারজানা (১৬), জান্নাতি (২০) ও জাকিয়া (১৯)।

এরআগে এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে কালার ম্যাচ বিডি লিমিটেড নামে ওই কারখানায় আগুন লাগে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ খাদিজা বাংলানিউজকে বলেন, ওই কোম্পানিতে আমরা ৮০/৯০ জন নারী শ্রমিক কাজ করতাম। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে আগুন লাগে। তবে কিভাবে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি।

ঢামেক ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, দগ্ধদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এজেডএস/আরবি/এসআর

** আশুলিয়ায় দগ্ধদের মধ্যে ৫ জন এনাম মেডিকেলে ভর্তি
** আশুলিয়ায় দগ্ধদের চিকিৎসার্থে ১ লাখ টাকা অনুদান
** আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে
** আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৩৯

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।