ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বুধবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
বুধবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল বুধবার (২৩ নভেম্বর) সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সোয়া ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।

ঢাকা: আগামীকাল বুধবার (২৩ নভেম্বর) সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল সোয়া ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।

সিলেটে পৌঁছেই তিনি নগরীর আম্বরখানা দরগাহ মহল্লায় হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন। এরপর খাদিমনগরে জিয়ারত করবেন হযরত শাহপরাণ (র.) এর মাজার।

এরপর তিনি সিলেটের জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশন সদর দপ্তরে ১১ পদাতিক ব্রিগেডসহ ৮টি ইউনিটের পতাকা উত্তোলন  করবেন।

বিকেলেই ঢাকায় ফিরে আসবেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং এসব তথ্য জানায়।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।