ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় দগ্ধদের মধ্যে ৫ জন এনাম মেডিকেলে ভর্তি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
আশুলিয়ায় দগ্ধদের মধ্যে ৫ জন এনাম মেডিকেলে ভর্তি 

সাভারের আশুলিয়া থানার জিরাবো এলাকায় গ্যাস লাইটার কারখানায় আগুন লেগে অন্তত ২৫ জন নারী দগ্ধসহ ৩৯ জন আহত হয়েছেন। 

সাভার, ঢাকা: সাভারের আশুলিয়া থানার জিরাবো এলাকায় গ্যাস লাইটার কারখানায় আগুন লেগে অন্তত ২৫ জন নারী দগ্ধসহ ৩৯ জন আহত হয়েছেন।  

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে ঘটা এ অগ্নিকাণ্ডে যারা দগ্ধ হয়েছেন তাদের মধ্যে শারমিন (১৮), রহিমা (১৮), কুলছুম (২৩), আকলিমা (২৫) এবং রত্নার (২২) অবস্থা গুরুতর।

তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দগ্ধ বাকি ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওটি ইনচার্জ নাসির বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।