ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘বঙ্গবন্ধু মেমোরিয়াল লেকচার’ প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
‘বঙ্গবন্ধু মেমোরিয়াল লেকচার’ প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে প্রথমবারের মতো প্রতিবছর ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল লেকচার’ প্রবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে প্রথমবারের মতো প্রতিবছর ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল লেকচার’ প্রবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
 
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত কমিশনের ১৪৫তম পূর্ণ কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান সভাপতিত্ব করেন। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মঞ্জুরী কমিশনের এ উদ্যোগকে সাধুবাদ জানান।
 
ইউজিসি’র উপ সচিব মো. ওমর ফারুখ বলেন, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে অস‍ম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
 
এসময় উপস্থিত ছিলেন- ইউজিসি সদস্যদের মধ্যে ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, ড. দিল আফরোজা বেগম, ড. মো. আখতার হোসেন, ড. এম. শাহ্ নওয়াজ আলি।

এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এমআইএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।