ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়িতে ট্রাকের ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
যাত্রাবাড়িতে ট্রাকের ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত

রাজধানীর যাত্রাবাড়িতে ট্রাকের ধাক্কায় শিপন (৩৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়িতে ট্রাকের ধাক্কায় শিপন (৩৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ি সবজি আড়তের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

শিপন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের আব্দুর রহিমের ছেলে। তিনি যাত্রাবাড়ির কুতুবখালি এলাকায় থেকে সবজির আড়তে ব্যবসা করতেন।

নিহতের পরিচিত রাশেদ বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মাল নামাতে আড়তে প্রবেশ করে একটি ট্রাক। ওই ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন শিপন। পরে ঢামেক হাসপাতালে মারা যান তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে,

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এজেডএস/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।