ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় বাবা-ছেলে খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
নওগাঁয় বাবা-ছেলে খুন

নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে বাবা ও ছেলে খুন হয়েছেন।

নওগাঁ: নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে বাবা ও ছেলে খুন হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবা আছিরউদ্দিন (৫৫) ও আশরাফুল ইসলাম (৩২)।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে পারিবারিক কলহের জের ধরে ছেলে আশরাফুল বাবা আছিরউদ্দিনের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পরিবারের লোকজন আশরাফুলকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। সকাল ৮টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
আরবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।