ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তাইওয়ানের নাগরিক হত্যা চেষ্টার ঘটনায় গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
তাইওয়ানের নাগরিক হত্যা চেষ্টার ঘটনায় গ্রেফতার ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজধানীর উত্তরায় তাইওয়ানের নাগরিকের ওপর হামলা ও হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ঢাকা: রাজধানীর উত্তরায় তাইওয়ানের নাগরিকের ওপর হামলা ও হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

কারওয়ান বাজারস্থ মিডিয়া সেন্টারে বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

গত বছর ৫ নভেম্বর রাজধানীর উত্তরায় বিদেশি বিনিয়োগকারী তাইওয়ানের নাগরিককে হত্যাচেষ্টা চালায় দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, নভেম্বর২৫, ২০১৬
এসজেএ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।