ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে ট্রাক-ভটভটির ধাক্কায় নিহত ১, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
শেরপুরে ট্রাক-ভটভটির ধাক্কায় নিহত ১, আহত ২

বগুড়ার শেরপুর উপজেলায় মালবাহী ট্রাক ও ধানবোঝাই ভটভটির মুখোমুখি ধাক্কায় আবু তৈয়ব (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় মালবাহী ট্রাক ও ধানবোঝাই ভটভটির মুখোমুখি ধাক্কায় আবু তৈয়ব (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (২৫ নভেম্বর) ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভটভটির ধাক্কা লাগে; এতে ঘটনাস্থলেই তৈয়ব নিহত হন।

তিনি জানান, এ ঘটনায় ‍দুই আহতকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায় বলেও জানান স্টেশন অফিসার সোহেল রানা।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এমবিএইচ/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।