ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

তানোরে দিনমজুরকে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
তানোরে দিনমজুরকে পিটিয়ে হত্যা

রাজশাহীর তানোর উপজেলার হরিশপুর গ্রামে শহীদুল ইসলাম (৩৫) নামের এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলার হরিশপুর গ্রামে শহীদুল ইসলাম (৩৫) নামের এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে।
 
নিহত শহীদুল ইসলাম উপজেলার বহরইল গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবদুস সালাম বাংলানিউজকে জানান, বর্তমানে শহীদুলের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধরণ দেখে মনে হয়েছে কেউ তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে।

ওসি আরও জানান, শহীদুলের বাড়ির অদূরে হরিশপুর গ্রামের গভীর নলকূপের পাশের একটি ক্ষেতের মধ্যে তার মরদেহ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুপুরের মধ্যেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।