ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বীরগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
বীরগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কারাগার এলাকায় সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় আহত আরিফ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কারাগার এলাকায় সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় আহত আরিফ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আরিফ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীহাট এলাকার আবু জাফরের ছেলে।

বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফকরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে মাইক্রোবাসে করে পঞ্চগড় থেকে দিনাজপুরে যাচ্ছিলেন আরিফ। পথে কারাগার এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি।  

তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ও পরে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
বিএসকে/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।