ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বায়তুল মোকাররমে হেফাজতের সমাবেশ ঘিরে সতর্ক পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
বায়তুল মোকাররমে হেফাজতের সমাবেশ ঘিরে সতর্ক পুলিশ ছবি: শাকিল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মায়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর রাষ্ট্রীয় নিপীড়নের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সমাবেশ করছে হেফাজতের নেতৃত্বাধীন বিভিন্ন ইসলামী সংগঠন। এ কর্মসূচিকে কেন্দ্র করে সতর্কাবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঢাকা: মায়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর রাষ্ট্রীয় নিপীড়নের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সমাবেশ করছে হেফাজতের নেতৃত্বাধীন বিভিন্ন ইসলামী সংগঠন। এ কর্মসূচিকে কেন্দ্র করে সতর্কাবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

শুক্রবার (২৫ নভেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররম প্রাঙ্গণে সমাবেশ শুরু হয়। এতে অংশ নিয়েছেন হেফাজতসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতা-কর্মীরা।

 

সমাবেশ এলাকা ঘুরে দেখা যায়, দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, জিরো পয়েন্ট, গুলিস্তান এলাকাসহ বায়তুল মোকাররমের চারপাশে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য সতর্কাবস্থান নিয়েছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সতর্ক দৃষ্টি রাখছেন।

কর্মসূচির সংগঠকরা জানিয়েছেন, সমাবেশের পর তারা বায়তুল মোকাররম এলাকায় সমাবেশ করবেন।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এসজেএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।