ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পলাতক আসামি জহুরুলকে গ্রেফতার করলো র‌্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
পলাতক আসামি জহুরুলকে গ্রেফতার করলো র‌্যাব

গাজীপুর চৌরাস্তা থেকে জহুরুল ইসলাম (২১) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিনগত গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ: গাজীপুর চৌরাস্তা থেকে জহুরুল ইসলাম (২১) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিনগত গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।

পরে শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৪’র জামালপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পলাতক আসামিকে গ্রেফতার করে। র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ও সহকারী পুলিশ সুপার (এএসপি) সমীর সরকার যার নেতৃত্ব দেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি জহুরুল। পরে তাকে শেরপুরের নালিতাবাড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এমএএএম/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।