ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে চলছে দুই দিনব্যাপী পাখি প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
রাজশাহীতে চলছে দুই দিনব্যাপী পাখি প্রদর্শনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহীতে দুই দিনব্যাপী পাখি প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে মহানগরীর গোরহাঙ্গা রোলগেটে অবস্থিত জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের দ্বিতীয় তলায় খাঁচায় পোষা পাখির এই প্রদর্শনীর আয়োজন করেছে কেইজ বার্ড অ্যাসোসিয়েশন অব রাজশাহী (সিবিএআর)।

রাজশাহী: রাজশাহীতে দুই দিনব্যাপী পাখি প্রদর্শনী শুরু হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে মহানগরীর গোরহাঙ্গা রোলগেটে অবস্থিত জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের দ্বিতীয় তলায় খাঁচায় পোষা পাখির এই প্রদর্শনীর আয়োজন করেছে কেইজ বার্ড অ্যাসোসিয়েশন অব রাজশাহী (সিবিএআর)।

আয়োজকরা জানান, আগামীকাল শনিবার (২৬ নভেম্বর) দুই দিনব্যাপী এই প্রদর্শনী শেষ হবে। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত যা সবার জন্য উন্মুক্ত থাকবে। শুক্রবার উদ্বোধনীর দিন সকাল থেকেই পাখিপ্রেমীদের ঢল প্রদর্শনীতে।

সিবিএআর’র সহ-সভাপতি ফেরদৌস আরা মুন্নি জানান, প্রদর্শনীতে সংগঠনটির ১২ জন সদস্য লুটিনো, বেঙ্গল, কাঠঠোকরা, বাজরিকা, কাকাতুয়া, ডায়মন্ড ঘুঘু, ককাটেল, লাভ বার্ড, সান কুনুর ও কবুতরসহ ২৫ প্রজাতির পাখি নিয়ে হাজির হয়েছেন।

এর আগে, সকালে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সিবিএআর’র সহ-সভাপতি ফেরদৌস আরা মুন্নির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিশারুল আরিফ।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের ডেপুটি চিফ ভেটেনারিয়ান হেমায়েতুল ইসলাম আরিফ, বারিন্দ মেডিকেল কলেজের পরিচালক ডা. সুজিত কুমার ভদ্র ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফরহাদ আলী মিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু গ্রামে নয়, শহরেও অনেক প্রজাতির পাখির বসবাস রয়েছে। এদের রক্ষা করতে হবে। কিন্তু যত বড় বড় বাড়ি, রাস্তা তৈরি হচ্ছে, ততই ওদের থাকার জায়গা কমে যাচ্ছে। বড় বড় গাছের পাতার আড়ালে পাখিরা সারাদিন বসে থাকবে, সে উপায় নেই। কারণ গাছগুলো কেটে ফেলা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এসএস/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।