ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জ মহানগর আ’লীগ সভাপতি গুরুতর অসুস্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
না’গঞ্জ মহানগর আ’লীগ সভাপতি গুরুতর অসুস্থ

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা এখনও আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা এখনও আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টায় শহরের উকিলপাড়া জামে মসজিদে নামাজ পড়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।  

এ সময় আশপাশের মানুষ তাকে শহরের ইসলাম হার্ট সেন্টারে নিলে সেখানে কর্তব্যরত ডা. জাহিদুর রহমান উন্নত চিকিৎসার জন্য ঢাকা ল্যাবএইড হাসপাতালে পাঠান।

জাহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আনোয়ার হোসেনের প্রেসার লো।  

মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সোহেল বাংলানিউজকে জানান, তিনি শঙ্কামুক্ত নয়।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬ 
এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।