ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে মদ ও ফেনসিডিল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
গাংনীতে মদ ও ফেনসিডিল উদ্ধার ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুরের গাংনী উপজেলা থেকে ৪২ বোতল ফেনসিডিল ও ২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

 

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলা থেকে ৪২ বোতল ফেনসিডিল ও ২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার কাজীপুর মণ্ডলপাড়া মাঠ এলাকা থেকে ফেনসিডিল ও মদের বোতলগুলো উদ্ধার করা হয়।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর আ ন ম নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল কাজীপুর মণ্ডলপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব ফেনসিডিল ও মদ উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক কর‍া যায়নি।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
বিএসকে/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।