ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় তিন দিনব্যাপী লালন উৎসব শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
পাবনায় তিন দিনব্যাপী লালন উৎসব শুরু ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই, শুনি মানব রূপের উত্তম কিছু নাই’ প্রতিপাদ্য নিয়ে পাবনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব।

পাবনা: ‘অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই, শুনি মানব রূপের উত্তম কিছু নাই’ প্রতিপাদ্য নিয়ে পাবনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব।

শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় পাবনার মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন মুক্তমঞ্চে বিশিষ্ট সাংবাদিক আবেদ খান এবং বরেণ্য লালনগীতি শিল্পী ফরিদা পারভীন প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন।

লালন স্মরণোৎসবের আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আবেদ খান বলেন, বর্তমান সমাজ বাস্তবতায় লালন উৎসবের মতো আয়োজন নতুন প্রজন্মকে লালনের দর্শন নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করবে। লালন দর্শনই পারে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে।

বিশেষ অতিথির বক্তব্যে ফরিদা পারভীন বলেন, লালন আমার আমিত্বকে বিসর্জন দিতে বলেছেন। সহজ মানব ধর্মকে অনুসন্ধানের জন্যে তিনি নতুন প্রজন্মকে পরামর্শ দেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কামরুজ্জামান, লালন গবেষক গোলাম রব্বানী, রেজাউল করিম মনি, সাংবাদিক হাবিবুর রহমান স্বপন প্রমুখ।

পরে ফরিদা পারভীনের একক লালন সংগীত পরিবেশনা উপস্থিত শ্রোতা-দর্শকদের বিমুগ্ধ করে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।