ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দ্বিতীয় দিনে ৫৬ বস্তা ধান পেলেন সাঁওতালরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
দ্বিতীয় দিনে ৫৬ বস্তা ধান পেলেন সাঁওতালরা

আদালতের নির্দেশনা অনুযায়ী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের অধিগ্রহণকৃত জমির দ্বিতীয় দিনে কাটা ধান সাঁওতালদের বুঝিয়ে দিয়েছে মিল কর্তৃপক্ষ।

গাইবান্ধা: আদালতের নির্দেশনা অনুযায়ী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের অধিগ্রহণকৃত জমির দ্বিতীয় দিনে কাটা ধান সাঁওতালদের বুঝিয়ে দিয়েছে মিল কর্তৃপক্ষ।

শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় দ্বিতীয় দিনে ৫৬ বস্তা ধান সাঁওতালদের বুঝিয়ে দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার প্রথমদিন দেওয়া হয় ২৬ বস্তা ধান।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হান্নান, সহকারী কমিশনার (ভূমি) আহাদ আলী প্রমুখ।

গোবিন্দগঞ্জের ইউএনও আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, দ্বিতীয় দিনে কাটা ও মাড়াই শেষে ৫৬ বস্তা ধান সাঁওতালদের পক্ষে গ্রহণ করেছেন আনসেল হ্রেমব্রম।

এ নিয়ে দুই দিনে সাঁওতালরা ইক্ষু খামারের অধিগ্রহণকৃত জমিতে আবাদ করা ধান থেকে ৮২ বস্তা ধান পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।