ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আসছে ‘ফেনীর ঢোল’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
আসছে ‘ফেনীর ঢোল’

‘ঐতিহ্যের সাথে শেকড়ের বুনন’ স্লোগান ধারণ করে পথচলা শুরু করতে যাচ্ছে আঞ্চলিক লোকচর্চা কেন্দ্র ‘ফেনীর ঢোল’।

ফেনী: ‘ঐতিহ্যের সাথে শেকড়ের বুনন’ স্লোগান ধারণ করে পথচলা শুরু করতে যাচ্ছে আঞ্চলিক লোকচর্চা কেন্দ্র ‘ফেনীর ঢোল’।

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ফেনী জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে ফেনীর জেলা প্রশাসক আমিন উল আহসান সংগঠনটির লোগো, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ উন্মোচন করবেন।



সংগঠনের প্রধান সমন্বয়ক সাংবাদিক বখতেয়ার ইসলাম মুন্না বাংলানিউজকে বলেন, আমাদের বিশ্বাস ‘ফেনীর ঢোল’ আগামীতে দেশে-বিদেশে ফেনীর প্রতিনিধিত্ব করবে।

তিনি জানান, ফেনীর স্বতন্ত্র সংস্কৃতি ও ভাষা রয়েছে। এ জনপদে ছড়িয়ে আছে অসংখ্য আঞ্চলিক ও লোকজ গান। সঠিক চর্চার অভাবে এগুলো হারিয়ে যেতে বসেছে। আঞ্চলিক নিজস্ব সংস্কৃতির এসব গান সংরক্ষণ ও চর্চার জন্যই ফেনীর ঢোলের যাত্রা।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।