ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পেলেন আনোয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
না.গঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পেলেন আনোয়ার

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলার প্রবীণ রাজনীতিক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খান।

নারায়ণগঞ্জ: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলার প্রবীণ রাজনীতিক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খান।

শুক্রবার (২৫ নভেম্বর) রাতে গণভবনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নাম ঘোষণা করেন।

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনেও মেয়র পদে প্রার্থী হতে চেয়েছিলেন আনোয়ার হোসেন খান। কিন্তু দল থেকে মনোনয়ন দেওয়া হয় ডা. সেলিনা হায়াৎ আইভীকে।

এ নিয়ে বেশ ‘মনোকষ্টে’ই ছিলেন ৬৫ বছর বয়সী এ আওয়ামী লীগ নেতা।

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে স্থানীয় মসজিদে জুমার নামাজে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আর হাসপাতালের শয্যা থেকেই জেলা পরিষদ প্রশাসক হওয়ার খবরটি পান আনোয়ার হোসেন।
 
বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।